Print

Rupantor Protidin

পথসভায় নৌকায় ভোট চাইলেন মাশরাফি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা নড়াইলে পৌঁছে নৌকায় ভোট চেয়েছেন।
রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। দ্বিতীয় বারে মতো আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার পর তিনি প্রথমবারে নিবার্চনী এলাকায় আসেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে সড়কপথে গাড়ির বহর নিয়ে লোহাগড়ার মধুমতির কালনা সেতুতে বিকেল ৪টার দিকে পৌঁছান। দুপুর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মাশরাফিকে অভ্যর্থনা জানাতে নড়াইলের লোহাগড়া প্রবেশদ্বার কালনা সেতু এলাকায় ভিড় করেন।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফি বিন মোর্তজা বলেন, প্রধানমন্ত্রী প্রথমবার যখন নৌকা প্রতীক আমাকে দিলেন তখন আমি মধুমতি নদীর কালনা ঘাট ফেরি পারাপার হয়ে নড়াইলে আসলাম। আজ সেখানে সেতু পার হয়ে আমার নিবার্চনী এলাকায় আসতে পেরেছি। আপনারা সকলে মিলে নৌকা প্রতীকে ভোট দিবেন। এ সময় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রার্থী মাশরাফিকে ফুল দিয়ে বরণ করে নেন। রাস্তার দুই পাশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি হাজারও ভক্ত ও সমর্থক ভিড় করেন। কালনা সেতু এলাকায় ঢাকা-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোহর মহা সড়কের কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মুন্সি আলাউদ্দীন মোড়, লোহাগড়া চৌরাস্তা সি.এন্ড.বি মোড়, উপজেলা গেট, এড়েন্দা, দওপাড়া বাসস্ট্যান্ড, মাদরাসা বাজার, মালিবাগ মোড়সহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন তিনি