Print

Rupantor Protidin

কপিলমুনি প্রেসক্লাবে নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৭:২৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

কপিলমুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক-২৩ নির্বাচনে সভাপতি জি.এম হেদায়েত আলী টুকু নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে শেখ আব্দুস সালাম ও মিলন দাশ ৯ টা করে সমান সংখ্যক ভোট পাওয়ায় আগামী বুধবার আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার প্রেসক্লাবের নিজস্ব ভবনে দুপুর আড়াইটা থেকে সাড়ে চার টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে মুন্সী রেজাউল করিম মহব্বত ও সহ- সম্পাদক পদে একক প্রার্থী জি.এম আসলাম হোসেন। কোষাধ্যক্ষ পদে জি.এম মোস্তাক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে এইচ.এম শফিউল ইসলাম, দপ্তর সম্পাদক পদে প্রার্থী এ কে আজাদ। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এস.এম লোকমান হেকিম ও  জি.এম হাসান ইমাম। ক্লাবের ২৩ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, সহকারী নির্বাচন কমিশনার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।