Print

Rupantor Protidin

মনিহার এলাকায় এমপি কাজী নাবিল আহমেদের গণসংযোগ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২৩ , ৯:১৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে নৌকা মার্কার প্রার্থী কাজী নাবিল আহমেদ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শনিবার সকালে তিনি শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন ও নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন। স্থানীয়রাও এমপি নাবিল আহমেদকে কাছে পেয়ে নানা বিষয়ে মতবিনিময় করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী এনাম আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধার খয়রাত হোসেন, এসএম রবি সিদ্দিকী, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জন্নাহার নাজনিন সোনালী, শেখ আতিকুর বাবু, সুখেন মজুমদার প্রমুখ।