Print

Rupantor Protidin

কোনো কেন্দ্রে বিন্দুমাত্র অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১:২৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ১:২৬ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে বিন্দুমাত্র অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার সকালে বরিশালে এ কথা বলেন তিনি। দ্বাদশ নির্বাচন উপলক্ষে বরিশালের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সিইসি এ কথা জানান। শনিবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, একটা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেয়া হবে। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে। আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।

সিইসি আরো বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছে- আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে হবে।