Print

Rupantor Protidin

যশোরের ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায়

প্রার্থীদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস সিইসি’র

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৩ , ১১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

প্রচার-প্রচারণায় কোনও ধরনের সহিংসতার শিকার হলে নির্বাচন থেকে খুলনা বিভাগের সব প্রার্থী সরে দাঁড়াবেন বলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবহিত করেছেন জাতীয় পার্টির প্রার্থীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটরিয়ামে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ কথা বলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন।

যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বৈঠকে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

সভায় যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থী অংশ নেন। প্রায় এক ঘণ্টার সভা শেষে বেরিয়ে এসে যশোর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুব আলম বাচ্চু জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। তাকে নেতৃবৃন্দ বলেছেন, প্রচার-প্রচারণায় কোনও ধরনের সহিংসতার শিকার হলে নির্বাচন থেকে খুলনা বিভাগের সব প্রার্থী সরে দাঁড়াবেন।

নৌকার প্রার্থী যশোর-৬ (কেশবপুর) আসনের শাহীন চাকলাদার ও যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বপন ভট্টাচার্য বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে আমরা অনেকটাই আশ্বস্ত। মাঠের পরিবেশ এখনও শান্তিপূর্ণ রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আচরণবিধি মেনে কার্যক্রম পরিচালনা করবো।’

তবে স্বতন্ত্র প্রার্থীরা জানান, তারা প্রচার-প্রচারণায় বাধার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বিএনএমের প্রার্থী সুকৃতি মণ্ডল বলেন, ‘আমরা এখনও সেভাবে প্রচার-প্রচারণার কাজ শুরু করিনি। সে কারণে বাধার শিকারও হইনি।’ এদিন অন্য স্বতন্ত্র প্রার্থীরাও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জানান, তিনি তার আসনে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলার বিষয়টি সিইসিকে জানিয়েছেন। এ ছাড়া এসিল্যান্ডের পক্ষপাতিত্বমূলক আচরণের বিষয়টিও অবহিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করলেও পরিবেশ না দেখে আশ্বস্ত হতে পারছেন না বলে জানান এই সংসদ সদস্য প্রার্থী।