Print

Rupantor Protidin

পুটখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায়

নতুন প্রজন্মের প্রথম ভোট নৌকায় প্রার্থনা করলেন শেখ আফিল উদ্দিন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৩ , ১০:১২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর-১ (শার্শা) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও টানা ৩ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে “বাঙালি জাতির জনক” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশ’ স্মার্ট দেশের স্বপ্নচূড়ায় অবস্থান করছে। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও আওয়ামী লীগের নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারলে তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা’ স্মার্ট দেশে রুপান্তরিত হবে। শুক্রবার দিনব্যাপী পুটখালী ইউনিয়নের বারপোতা বাজার মাদ্রাসা প্রাঙ্গন ও বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

এসময় নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন আরও বলেন, স্মার্ট বাংলাদেশের অবকাঠামো সফল হতে হলে আমাদেরকে স্মার্ট জনগণ তৈরি হতে হবে। আর এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট পরিকল্পনার রুপরেখা এঁকে অনেক পূর্বে থেকেই এদেশের শিক্ষা ব্যবস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উন্নত প্রশিক্ষণ ও বিভিন্ন কর্মকান্ডে আমূল পরিবর্তণ এনেছেন। যার ধারাবাহিকতায় নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ ভোটাররা স্মার্টভাবেই তৈরি হচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে এযুগের স্মার্ট শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ উপহার দেবেন। যার বাস্তবায়ন বেশি দূরে নয়। বঙ্গবন্ধু কণ্যা, ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তার স্বাদ আমরা ইতিমধ্যে ব্যবহার করছি। তিনি স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, তার স্বাদও আমরা প্রায় উপভোগ করছি।

এসময় তিনি দেশের সকল শ্রেণী-পেশার মানুষের সাথে নতুন প্রজন্মেও প্রথম ভোট নৌকায় প্রার্থনা কওে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আপনার আমার সন্তান স্মার্ট হয়ে এগিয়ে যাচ্ছে। তারা যখন এদেশের হাল ধরবে তখন বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

বিষয়টি মাথায় নিয়ে আমরা তাদেরকে আওয়ামীলীগের সরকার উপহার দেবো। নইলে আপনার সন্তানের স্মার্ট দক্ষতার কাছে অন্য এনালগ সরকার ক্ষমতায় আসলে তাদেও অদক্ষতার কারণে এরাও পিছিয়ে যাবে। সেখানে আপনার সন্তান হেরে গেলে সমগ্র বাংলাদেশ হেরে যাবে।

এসময় শেখ আফিল উদ্দিনের নির্বাচনী সফরসঙ্গী ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদারসহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এসকল নির্বাচনী পথসভায় স্থানীয়ভাবে আরও উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাদিউজ্জামান, পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম রেজাসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।