Print

Rupantor Protidin

ভালুকায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময় 

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৩ , ৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ময়মনসিংহের ভালুকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক, ময়মনসিংহ ও রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার, ভালুকা  মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।