Print

Rupantor Protidin

নড়াইল-১ আসনে নৌকার প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নড়াইল-১আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য বি.এম কবিরুল হক মুক্তি তাঁর নির্বাচনী এলাকা নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার তিনি প্রথম নির্বাচনী গণসংযোগ ও প্রচার শুরু করেন।

এ সময় তিনি শেখহাটি ইউনিয়নের মালিয়াট, হাতিয়াড়া, গোয়াখোলাসহ কয়েকটি স্থানে জনসংযোগসহ পথসভা করেন। নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য বি.এম কবিরুল হক মুক্তি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও শুনতে হয় নৌকা মার্কা যদি না থাকে তাহলে দেশে হিন্দুরা থাকতে পারবে না। একটি রাজনৈতিক দলের নেতাকর্মিরা ট্রেনে, বাসে আগুন দিচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের সামিল। যারা এটা করছে তারা স্বাধীনতাবিরোধী।

আমরা ভোট যুদ্ধে , ব্যালটের যুদ্ধে প্রমান করবো এ দেশে কারা থাকবে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি। গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক, কালিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ইমদাদুল ইসলাম, শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাপস পাঠকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা এসময় উপস্থিত ছিলেন।