Print

Rupantor Protidin

৩টি মোটরসাইকেল ভাঙচুর

মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার টাঙাতে বাধা, ৩ সমর্থক আহত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৩ , ১২:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১:১১ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের মণিরামপুরে নির্বাচনী সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। এসময় ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার শিরালী মদনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় শিরালী মদনপুর গ্রামে মণিরামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর ঈগল মার্কার পোস্টার তার সমর্থকরা টাঙাচ্ছিল। এসময় প্রতিপক্ষের লোকজন তাদেরকে বাধা দেয়। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে ইয়াকুব আলীর সমর্থকদের ওপর হামলা চালায় হাসানের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত। হামলাকারীদের মারপিটে ৩ জন আহত হন।

এরা হলেন, মথুরাপুর গ্রামের রাব্বি হোসেন, আবু তোহা। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে প্রার্থী ইয়াকুব আলী ঘটনাস্থলে গেলে তার সমর্থকদের ওপর ফের হামলা চালিয়ে তাদের ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এসময় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।