Print

Rupantor Protidin

শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন দেবহাটার ইউএনও

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৩ , ১১:২৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

কয়েকদিনের ধরে টানা শীতে গরিব, অসহায় মানুষেরা যখন শীতে যবুথুবু হয়ে পড়েছে। আর ঠিক সেই সময় রাতের আধারে এমন মানুষ খুঁজে বের করে তাদেও বাড়িতে শীত বস্ত্র নিয়ে হাজির হয়েছেন দেবহাটার নির্বাহী কর্মকর্তা

আসাদুজ্জামান। ছিন্নমূলের এসব মানুষের পাশে দাঁড়িয়ে শীতের কষ্ট নিবারণে এ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার রাতে শীতবস্ত্র নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন নির্বাহী কর্মকর্তা।

উপজেলার বসন্তপুর আশ্রায় প্রকল্পের সুবিধাভোগী, কোঁড়া পাকড়া তলা, দেবহাটা কলেজের পাশ্ববর্তী ঋষিপাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে শীত বস্ত্র (কম্বল) প্রদান করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল।