Print

Rupantor Protidin

রাজগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৩ , ১১:১৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১১:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

মনিরামপুর উপজেলার রাজগঞ্জে জোতি খাতুন (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার বিকাল ৫টার দিকে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জোতি খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হোসেনের মেয়ে ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, জোতি নিজ ঘরের সিলিং ফ্যানে নিজের ওড়না দিয়ে ঝুঁলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে। এরিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) ঝাঁপা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছিলো।

স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো, এ কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা বলতে পারেনি।