Print

Rupantor Protidin

ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করলো মালয়েশিয়া

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ২:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ফিলিস্তিনিদের ওপরে নির্যাতন চালানোর দায়ে ইসরায়েলি জাহাজ কোম্পানি জিমকে মালয়েশিয়ায় তাদের কার্যক্রম চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া সরকার। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকার ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে উল্লেখ করে। খবর আল জাজিরার।

বিবৃতিতে মালয়েশিয়া সরকার জানায়, এখন থেকে কোনো ইসরায়েলি জাহাজকে মালয়েশিয়ায় ভিড়তে দেওয়া হবে না।

একইসাথে কোনো ইসরায়েলি জাহাজকে যাত্রাপথে মালয়েশিয়ায় পণ্য খালাস করতেও দেওয়া হবে না।

উভয় বিধিনিষেধই তাৎক্ষনিকভাবে প্রযোজ্য হবে বলে বিবৃতিতে জানানো হয়।