Print

Rupantor Protidin

কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের সাংবাদিকদের সাথে মত বিনিময়

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১১:১২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১১:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

মঙ্গলবার বিকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ.এম আমির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ.এম আমির হোসেন বলেন, কেশবপুরে অপরিচিত এত বেশি মুখের (ব্যক্তিদের) বিভিন্ন বাসাবাড়িতে রাত্রিকালীন যাপন সাধারণ ভোটারদের ভীত করছে। সে ক্ষেত্রে আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে কেশবপুরের অতিশয় শান্তিপ্রিয় এবং নিরীহ মানুষ যাতে নির্বিঘে ভোটকেন্দ্রে যেতে পারে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন সরদার ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন বিশ্বাস।