Print

Rupantor Protidin

কবর জিয়ারত ও ঈগল প্রতীকের প্রচারণা করলেন ইয়াকুব আলী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ , ৯:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত খান টিপু সুলতানের কবর জিয়ারত করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী।

মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে গিয়ে প্রয়াতের কবর জিয়ারত করেন তিনি।

অপরদিকে, একইদিনে বিকালে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার ও কামালপুরে ঈগল প্রতীকের প্রচারণা করেন স্বতন্ত্র প্রার্থী এম ইয়াকুব আলী। এসময় তিনি বলেন, সাধারণ মানুষের সেবক হতে আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। মণিরামপুরে সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত আমি তাদের ভাগ্যউন্নয়নের কাজ করতে চাই। তাই এই নির্বাচনে আমি এমপি প্রার্থী হয়েছি। আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলু, বিল্লাল হোসেন মিন্টু, আবুল বাশার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরা, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম প্রমুখ।