Print

Rupantor Protidin

নড়াইলে বালুবাহী ট্রলির চাপায় এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ , ৬:১০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৬:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলে বালুবাহী ট্রলি চাপায় নাইম সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নাইম সরদার সদর উপজেলার হবখালি ইউনিয়নের শুব্দিডাঙ্গা গ্রামের নাজমুল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল যোগে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল নাইম সরদার প্রতিমধ্যে হবখালি ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে ট্রলিটির চালক ট্রলি ফেলে পালিয়ে গেছে। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।