Print

Rupantor Protidin

ঝিনাইদহে হরতাল সমর্থনে বি.এন.পির ঝটিকা মিছিল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ , ২:০৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহে হরতাল সমর্থনে জেলা বি.এন.পির ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে । মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে তারা এ মিছিল বের করে ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বিশ্বাস ,জেলা স্বেচ্ছাসেবক দলের সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস, জেলা তাতি দলের সদস্য সচিব সেলিম খানসহ বি.এন.পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ মিছিল শেষ করে । সমাবেশে বক্তারা বলেন, এ অবৈধ সরকারের অবৈধ নির্বাচন এ দেশের মানুষ মেনে নেবে না ।