Print

Rupantor Protidin

বেনাপোলে ২০ কোটি টাকা মূল্যের ১২ ট্রাক ফেব্রিক্স আটক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১২:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ

Sheikh Kiron

ভ্যাট ফাঁকির অভিযোগে বেনাপোল কাস্টমস বন্দরের ১২ নম্বর শেড থেকে ১২ ট্রাক ফেব্রিকস আটক করা হয়েছে। সোমবার সকালে ২০ কোটি টাকা মূল্যের ৪টি পণ্য চালান আটক করেন কাস্টমসের গোয়েন্দা শাখার কর্মকর্তারা। কাস্টমস সূত্রে জানা যায়, দিনাজপুরের রোজা মনি এন্টারপ্রাইজ সিনথেটিক ফেব্রিক্স ঘোষণা দিয়ে সম্প্রতি ভারতীয় সুন্দরী ফ্যাশন কর্তৃপক্ষের থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের এই পণ্য চালানটি আমদানি করে। ১৬ই ডিসেম্বর পণ্য চালানটি পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল কাস্টমস হাউজের ১২ নম্বর শেডে প্রবেশ করে। গতকাল ওই ৩টি মেনুফেস্টের সমুদয় পণ্য খালাসের জন্য বেনাপোলের সি.এন্ড.এফ এজেন্ট তৃণা এসোসিয়েটস ও অনন্তা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কাস্টমস হাউজে ফাইল এন্ট্রি করলে শুল্ক গোয়েন্দা তদন্ত করে জানতে পারেন ওই মেনুফেস্টের সব পণ্যই শার্টিং ও ভেলভেট ফেব্রিক্সের। মিথ্যা ঘোষণা দিয়ে সিনথেটিক ফেব্রিক্স এর স্থলে শার্টিং ফেব্রিক্স, চিনাউল ফেব্রিক্স, ও ভেলভেট ফেব্রিক্স আমদানি করা হচ্ছিল। এ ছাড়া পণ্য চালানটি বন্দরে প্রবেশের সময় ওয়েইং স্কেলে ৮ টন মালামাল বেশি থাকলেও স্কেলে কর্মরত বন্দরের কর্মকর্তা সন্দীপ রায় প্রিন্ট দেয়ার সময় মালামাল সঠিক আছে বলে ওজন স্লিপ প্রিন্ট করে দেন।

একটি সূত্র জানিয়েছে, শরীফুল ইসলাম নামে এক যুবক দীর্ঘদিন ধরে ওই দু’টি লাইসেন্স ভাড়া করে সরকারের কোটি-কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। পণ্য আমদানির ঘোষণায় কটন ফেব্রিক্স থাকলেও প্রকৃত পণ্য চালানে সব শার্টিং ফেব্রিক্স ও বক্স ফেব্রিক্স আছে। এ ছাড়া প্রতিটি প্যাকেটের ওজন কাগজপত্রে ৩শ’ গ্রাম থাকলেও বাস্তবে পাওয়া গেছে ৩ কেজি করে। এ ছাড়া একই শেডে ৫ থেকে ৭টি ফেব্রিক্সের চালান রেখে একটি কনসাইনমেন্ট পরীক্ষা করে বাকিগুলো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পণ্য চালান খালাস করে ওই চক্রটি।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, আমাদের কর্মকর্তাদের উপস্থিতিতে চালানগুলো ভারতীয় ট্রাক থেকে বন্দরের শেডে আনলোড করা হয়েছে।

তবে শতভাগ কায়িক পরীক্ষণ কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। বর্তমানে বেনাপোল বন্দরের রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।