Print

Rupantor Protidin

নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৩ , ১১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:৪৯ অপরাহ্ণ

Sheikh Kiron

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক-শিক্ষার্থী, এন.জি.ও প্রতিনিধিসহ বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা উপস্থিত ছিলেন।