Print

Rupantor Protidin

চৌগাছায় অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারের উদ্যোগে সুফিয়া খাতুন শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৩ , ১১:১৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

চৌগাছায় অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সুফিয়া খাতুন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার মুক্তারপুর পাঠাগার প্রাঙ্গণে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্পণ দর্পণ স্মৃতি পাঠাগারের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

নির্বাহী কর্মকর্তা এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। বই পড়ার মধ্যে চিন্তার পরিবর্তন ঘটবে। তিনি আরো বলেন, আত্মউন্নয়ন ও স্বনির্ভরশীল দেশ গড়তে হলে বই পড়ার বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস.এম মোমিনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও আব্দুস সামাদ, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিপন আলী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাগ্রত ঝিকরগাছার পরিচালক মাহবুব শাহরিয়ার প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রশিদ, এ্যাড. সিদ্দিকুর রহমান, অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারের কোষাধ্যক্ষ সাকিব ইসলাম, সদস্য সাইদুজ্জামান রানা, মাসাদুজ্জামানসহ শিক্ষকমন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ৬৫ জন শিক্ষার্থীদের মধ্যে সুফিয়া খাতুন শিক্ষা বৃত্তির নগত টাকা প্রদান করেন। একই সাথে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদেও মধ্যে পুরস্কার তুলে দেন।