Print

Rupantor Protidin

জাতীয় পার্টি কে ঢাকা ১৮ আসন ছেড়ে দিলেন আওয়ামী লীগ 

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১১:৫৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ

Sheikh Kiron

রবিবার (১৭ ই ডিসেম্বর) দুপুর ৩ টা ৩০ মিনিটে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব  বড়ুয়া এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ১৪ দলীয় জোটের শরিকদল কে মোট ৩২ টি আসন ছেড়ে দিয়েছি। এই আসনগুলোর মধ্যে ঢাকা ১৮ আসন ও একটি। এই ঘোষণার মাধ্যমে ঢাকা ১৮ আসনের এম.পি আলহাজ্ব হাবিব হাসান নির্বাচনী মাঠে আর অবস্থান করছেন না। এই আসনটি ১৪ দলীয় জোটের শরির দল জাতীয় পার্টি কে ছেড়ে দেয়া হলো।
উক্ত আসনটিতে, জাতীয় পার্টির  চেয়ারম্যান জি.এম কাদেরের স্ত্রী শরিফা কাদেরকে ছেড়ে দেওয়া হলো। এ বিষয়ে হাবিব হাসানের কোন মন্তব্য পাওয়া যায়নি।  অন্যদিকে স্বতন্ত্রপ্রার্থী খশরু চৌধুরীর পক্ষের লোকজনকে রাস্তায়উল্লাস করতে দেখা যায়। খসরু চৌধুরীর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন ইনশাল্লাহ জনগণ ভোট দিলে আমি নির্বাচনের জয়ী হয়ে আসবো।