Print

Rupantor Protidin

ঝিকরগাছায় বিজয় দিবসে সেবা সংগঠনের কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১১:৫০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত  শনিবার  স্থানীয় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা হলরুমে এই কম্বল বিতরণ করা হয়।
সেবা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং রূপান্তর প্রতিদিন পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত উপন্যাসিক, সেবা সংগঠনের প্রধান উপদেষ্টা হোসেন উদ্দীন হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক মীর ফারুখ আহম্মদ, সাদা মনের মানুষ সায়েদ আলী, সেবা সংগঠনের সহ সভাপতি আলীশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন চাঁদ, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, রায়হান সরদার, মারুফ হোসেন, সাংবাদিক হাসান খান, সাংবাদিক আজাদ হোসেন, সেবার স্বেচ্ছাসেবক সাদেক আলী, শিহাবুল ইসলাম সোহাগ, আবু রায়হান রাজ, নাজমুল হোসেন সহ আরও অনেকে।
সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেবা সংগঠনের দেশ বিদেশে অবস্থিত দাতা সদস্যদের অনুদানের অর্থে ঝিকরগাছা সহ এর আশেপাশের অঞ্চলে সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভুমিকা পালন করে চলেছে এবং অত্র এলাকার সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিনত হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।