Print

Rupantor Protidin

বাঘারপাড়ার যুবক ঢাকায় পরিবহনের ধাক্কায় নিহত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১০:১৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

সড়ক দুর্ঘটনায় রাব্বি খান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি খান যশোরের বাঘারপাড়ার খানপুর গ্রামের ঝিনু খানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার ১৬ ডিসেম্বর রাব্বি গ্রামের বাড়ি থেকে রাতে পরিবহনে করে ঢাকায় কর্মস্থল বেক্সিমকোতে যাচ্ছিলেন।পথে ঢাকার অদূরে আব্দুল্লাহপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত পরিবহনের ধাক্কা লাগে। এতে গাড়ির ইঞ্জিন কভারে বসে থাকা রাব্বি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

এর পরে রাব্বির কাছে থাকা মোবাইলে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। রবিবার সন্ধ্যায় রাব্বির মরদেহ ঢাকা থেকে আসার পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাব্বির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট বেলায় মা হারানো একমাত্র ছেলের মৃত্যুতে বাবা শোকে কাতর হয়ে পড়েছেন।