Print

Rupantor Protidin

যশোরের আবুল হোসেন গুরুদেব ফুটবল টুর্নামেন্টে

চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রপি তুলে দিলেন ভাইস চেয়ারম্যান বিপুল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোর সদর উপজেলার ইছালী হাশিমপুর মধ্যপড়ায় ছয় দলীয় ‘বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গুরুদেব’ স্মৃতি মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। শনিবার (১৬ ডিসেম্বর) হাশিমপুর মধ্যপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রপি ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু।

ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় যুব কাউন্সিলের সহ সভাপতি জহির ইকবাল নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবের হোসেন জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, ছাত্রলীগ নেতা তসিকুর রহমান রাসেল, আওয়ামী লীগ নেতা শিহার উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য রিক্তা বেগম, রেফারি জিল্লুর রহমান, কবি ও সাংবাদিক মাসুম বিল্লাল।

ফাইনাল ম্যাচে সোহাগ সেভেন স্টার স্পোর্টিং ক্লাব মাঠে নামে মারুফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এতে চ্যাম্পিয়ন হয় মারুফ স্পোর্টিং ক্লাব। তাদের ট্রপিসহ ১০ হাজার টাকা দেয়া হয়।

রানার্সআপদল সোহাগ স্পোর্টিং ক্লাবকে ট্রপি ও ৫ হাজার টাকা দেয়া হয়।