Print

Rupantor Protidin

সারা দেশের ন্যায় শার্শায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২৩ , ১০:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ১০:৪৮ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মন্ঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র নাছির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, শার্শা থানার তদন্ত(ওসি) মিলন কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।একই সাথে সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ দিবসটি পালন উপলক্ষে সকাল ৯টায় কাগজপুকুর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ,গেঞ্জি বিতরন, র‌্যালী ও আলোচনাসভা করেছেন।