Print

Rupantor Protidin

বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে উত্তরা প্রেসক্লাবের আনন্দ র‍্যালি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২৩ , ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ই ডিসেম্বর সকাল ১১ টায় উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদারের নেতৃত্বে ক্লাবের সদস্যদের নিয়ে এ মোটরসাইকেল র‍্যালি করা হয়।

র‌্যালিটি খালপাড় উত্তরা প্রেসক্লাব কার্যালয় থেকে দিয়াবাড়ি মেট্রো রেল, ২ নং ব্রিজ দিয়ে ময়লার মোড়, ১৩/১৪ মোড়, রবিন্দ্র স্মরণী হয়ে জসিম উদ্দিন বিমানবন্দর হয়ে রাজলক্ষ্মী, আজমপুর, আব্দুল্লাহপুর, কামাড়পাড়া ও তুরাগের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ১১ নং চৌরাস্তা, বাংলাদেশ মেডিকেল, হাউজ বিল্ডিং প্রদক্ষিণ করে খালপাড় প্রেসক্লাব ভবনে এসে শেষ হয়।

র‌্যালিতে উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার, সহ সভাপতি রিপন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, নির্বাহী সদস্য ডিএম শাহীন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মনির হোসেন জীবন, সদস্য সচিব মাসুদ পারভেজ ও সদস্য এম এ আজাদসহ উত্তরা প্রেসক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।