Print

Rupantor Protidin

ইবি কর্মকর্তা সমিতির নেতৃত্বে টিপু-মুকুট

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২৩ , ১১:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) টিপু সুলতান সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান (মুকুট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার দুপুরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার রবিউল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন (স্বপন) ও বাবুল হোসেন (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম খাঁন, কোষাধ্যক্ষ হুসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা সম্পাদক সুলতানা পারভীন এবং সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মশিউর রহমান (টোকন)।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, অশোক চন্দ্র বিশ্বাস, আনিচুর রহমান (আনিচ), ওলিউর রহমান (সেতু), মিরাজুল ইসলাম (মিরাজ), আব্রাহাম লিংকন ও জে.এম. ইলিয়াস।

নব নির্বাচিত সভাপতি টিপু সুলতান বলেন, ন্যায্য দাবি আদায়ে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় ৪৯৯ জন কর্মকর্তার মধ্যে ৪৮৮ জন ভোট প্রদান করেন।