Print

Rupantor Protidin

যশোরে জয়তী সোসাইটির আয়োজনে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৩ , ১০:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ

Sheikh Kiron

বেগম রোকেয়া দিবস ২৩ উপলক্ষ্যে জয়তী সোসাইটি’র পরিচালনাই যশোর সিটি কলেজ পাড়ার জাগ্রত মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে সংগঠনভূক্ত সদস্যদের মাঝে রবিবার বিকালে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাগ্রত মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী ফরিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইব্রাহিম এবং সিটি কলেজ পাড়ার সাকিরন বেগম।

ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, সিরিয়া সুলতানা রিনা, এমআইএস কর্মকর্তা উদয়শংকর দত্ত, নিরীক্ষক বিউটি কুন্ডু।

উল্লেখ্য, ২টি ইভেন্টে সর্বমোট ৫২ জন প্রতিযোগি অংশ গ্রহন করেন এর মধ্যে বালিশ বদল ও বাস্কেট বল খেলায় প্রথম, দ্বিতীয় ও ৩য় স্থান নির্ধারণী পুরস্কার করা হয়। অন্যন্যদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।