Print

Rupantor Protidin

ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক আমদানি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৩ , ১০:২৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

 বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬ ট্রাকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। গত শনিবার ৯ ডিসেম্বর রাতে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ট্রাক ৬টি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল কারিম।

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ পণ্য চালানটি আমদানি করে।

নাজমুল অ্যান্ড ব্রাদার্স নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান পণ্য চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে দাখিল করেছে। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে খালাস করে বাংলাদেশি ট্রাকে বিস্ফোরক দ্রব্যগুলো নেওয়া হবে। পরে ট্রাক দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল কারিম জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ৮৪ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া খালাসের স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।