Print

Rupantor Protidin

কালীগঞ্জের ক্রীড়া ব্যাক্তিত্ব মরহুম লুৎফর রহমান লাড্ডুর ১ম মৃত্যুবাষিকী পালন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২৩ , ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক ক্রীড়া ব্যাক্তিত্ব মরহুম লুৎফর রহমান লাড্ডুর ১ম মৃত্যুবাষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ক্রীড়া ফেডারেশনের আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাগরিব বাদ সংগঠনের কার্যালয়ে ক্রিড়া ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি বাবু অজিৎ কুমার ভট্টাচায্যর সভাপতিত্বে মরহুম লাড্ডুর স্বরনে এক সৃতিচারন মুলক সভা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ক্রীড়া ফেডারেশনের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সাধারন সম্পাদক জামির হোসেনের সঞ্চালনায় সভাতে আরো বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ক্রীড়া সংগঠক সাখাওয়াৎ হোসেন ও শিবুপদ বিশ্বাস প্রমুখ।

এ সময় ক্রীড়া ফেডারেশনের অন্নান্য কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডাকবাংলা জামে মসজিদের খতিব।