Print

Rupantor Protidin

কেশবপুরে ২০০ শীতার্ত অসহায় পেল শীতবস্ত্র

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২৩ , ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুরে এস.আর. যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সংস্থার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন গরীব ও অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে দেওয়া হয় কম্বল। একই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে দেওয়া হয় একটি হুইল চেয়ার।

এস.আর. যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

সংস্থার পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষক মোল্যা আব্দুস ছাত্তার, সংস্থার সহসভাপতি শিক্ষক নিছার উদ্দীন, উপপরিচালক সুফিয়া পারভিন শিখা, সদস্য কামরুজ্জামান রাজু, এনামুল হাসান নাইম প্রমুখ। শীতার্ত গরীর ও অসহায় ব্যক্তিরা কম্বল পেয়ে খুশি প্রকাশ করেন।