Print

Rupantor Protidin

মনিরামপুরে পিলার পড়ে যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২৩ , ৮:৫১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

মনিরামপুরে নিজ বাড়ির প্রাচীর সংলগ্ন পিলারে কাজ করার সময় পিলার ধ্বসে চাপা পড়ে রাজু আহম্মেদ (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মনিরামপুরের জালঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজু জালঝাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, বাড়ির প্রাচীর সংলগ্ন প্রধান ফটকের পিলারে কাজ করছিল রাজু। এসময় পিলারের মাঝখান থেকে ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভেঙ্গে পড়া পিলারের নিচ থেকে রাজু দ্বি খন্ডিত মরদেহ উদ্ধার করে।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাফায়েত আহম্মেদ জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে দেখি সিমেন্টের জমানো পিলার ভেঙ্গে চাপা পড়েছে রাজু আহম্মেদ নামে এক যুবক। পিলার সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেটি দ্বিখন্ডিত হয়ে গেছে। রাজুর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মনিরামপুর থানার (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।