Print

Rupantor Protidin

মহেশপুরে প্রভাষক রবিউল ইসলাম স্বপন স্যার মারা গেছেন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ

Sheikh Kiron

মহেশপুরের যাদবপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক স্যার রবিউল ইসলাম স্বপন (৪২) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে গ্যাষ্টিসজনিত সমস্যায় নিজ বাড়িতে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)

তিনি দুর্গাপুর গ্রামের আয়ুব হোসেনে ছেলে। মৃত্যুকালে মা,  স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টায় যাদবপুর কলেজ মাঠে প্রথম জানাযা ও দুপুর ২টায় নিজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। প্রিয় স্যারের অকাল মৃত্যুতে কলেজপ্রাঙ্গণ ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রভাষক রবিউল ইসলাম স্বপনের জানাযায় ঝিনাইদহ-৩ আসনের জাতীয় পার্টির (লাঙ্গল মার্কা) মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রহমান উপস্থিত থেকে রুহের মাগফিতার কামনায় দোয়া ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।