Print

Rupantor Protidin

ভালুকা মুক্ত দবিসে র‍্যালী, দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২৩ , ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্য পালিত হয়েছে দিবসটি। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার, যুদ্ধ কালীন কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা চান মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, বীরমুক্তিযোদ্ধা পারভেজ খোকন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক নুরে আলম সিদ্দিকী স্বপন, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, সহ প্রশাসনের কর্মকর্তারা।
পরে সাব-সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।