Print

Rupantor Protidin

সরকারি মাইকেল মধুসূদন কলেজের অন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২৩ , ৯:২৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

“স্বদেশী পণ্য ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতায় অন্তরায়” এই বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১ টায় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অর্থনীতি বিভাগে অন্তঃবর্ষ (চতুর্থ বর্ষ) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বিপক্ষ কেইন্সীয় দল (মেয়েরা)। সেরা বক্তা হিসাবে নির্বাচিত করা হয় বিজয়ী দলের প্রথম বক্তা স্বপ্না খাতুনকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী মোস্তফা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুল ইসলাম এবং প্রভাষক জনাব মাম্পী রানী সিংহ রায়।

মডারেটর এবং সঞ্চালনা করেন, উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মহিউদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইনাম হোসেনসহ অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, প্রতি বছর পণ্য আমদানি করতে বাংলাদেশকে প্রচুর পরিমাণে বাণিজ্য শুল্ক প্রদান করতে হয়। তাই এই অধিক পরিমাণ বাণিজ্য শুল্ক হ্রাস করার জন্য দেশীয় পণ্যের মান বৃদ্ধি করা একান্ত জরুরী।