Print

Rupantor Protidin

শ্যামনগরে প্রায় ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার 

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২৩ , ৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া বন টহল ফাঁড়ির যৌথ অভিযানে প্রায় ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গত বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার দ্বীপঅঞ্চল গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজার এলাকায় ৪টি বস্তা থেকে হরিনের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগ এঘটনায় কাউকেও আটক করতে পারেনি।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯নং সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় ভর্তি প্রায় ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।
এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি অভিযুক্ত চোরা শিকারীদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চলছে বলেও জানান  কর্মকর্তা।