Print

Rupantor Protidin

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্ধুকধরীর হাতে নিহত ৩

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২৩ , ১১:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ

Sheikh Kiron

যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ে বন্ধুকধরীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। গত বুধবার (০৬ ডিসেম্বর) লাস ভেগাসের এই বিশ্ববিদ্যালয়ে অতর্কিত হামলায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। বন্ধুকযুদ্ধে আক্রমণকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এর মাধ্যমে এই তথ্য জানা যায়।

লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের (ইউএনএলভি) পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার পৌনে বারোটার দিকে নেভাদা বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। সেসময় ঘটনাস্থলে ছুটে যায় ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ। বন্ধুকযুদ্ধে সন্দেহভাজনকে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের দুই গোয়েন্দা।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করছিল। তখন যদি হামলাকারীকে পুলিশ না মারতো তাহলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারতো।

ঘটনার সময় ডেস্কের নিচে লুকিয়ে থেকে নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেভানি মার্টিন বলেন, পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। ছাত্র-ছাত্রীদেরকে রক্ষা করার চেষ্টা করেছি। পরিবেশ এমন ছিল যে ভয়ে চিৎকারও করতে পারিনি। দ্বিতীয়বার এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনও কিছু বলেনি কর্তৃপক্ষ।