Print

Rupantor Protidin

যশোরে ছাত্রীকে যৌন নিপীড়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২৩ , ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের লাল দিঘির পাড় থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শত বছরের প্রাচীনতম জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী। অল্পকিছুদিন ওই স্কুলে চাকরি হলেও প্রায় শতাধিক ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর পিতা একই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রথমে সভাপতি, থানা, পরে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক, মহাপরিচালক মাধ্যমিক শিক্ষা অধিদফতর এমনকি মন্ত্রণালয়েও অভিযোগ করেছেন। কিন্তু সব অভিযোগই যেন রাজহাঁসের খোরাক হিসেবে ধুলিস্যাৎ হয়ে গেছে। কিন্তু বসে নেই সেই অভিভাবক। শেষ পর্যন্ত আদালতে মামলা করেছিলেন। ওই মামলাটি আদালতের নির্দেশে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। সেখানেও যেন একই অবস্থায় মামলাটি তদন্ত করে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন, তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান। কিন্তু সত্যের জয় হবেই ভেবে আদালতে আইনজীবী নিয়োগ করেন সেই অভিভাবক। বিচারক মামলাটি ওই তদন্ত রিপোর্টকেও মূল্যায়ন না করে সরাসরি আমলে নিয়ে নেন। গ্রেফতারি পরোয়ানা জারি করেন আসামি জুলফিকার আলীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কোতোয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুল ইসলাম যশোর শহরের লাল দিঘিরপাড় থেকে আটক করেন।

এই ব্যাপারে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ্বাস বলেছেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় আসামি জুলফিকার আলীকে আটক করা হয়েছে।