Print

Rupantor Protidin

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে যশোরে এক গৃহবধূ আত্নহত্যা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২৩ , ৪:৩৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরে সুদের টাকা পরিশোধ করতে না পেরে লাবণী শারমিন (৪৮) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছে। মঙ্গলবার সকালে শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় ঘটনাটি ঘটে।

মৃতের স্বামী রবিউল ইসলাম জানান, একই এলাকার সুদে ব্যবসায়ী সিরাজুল ইসলামের স্ত্রী পারুলের কাছ থেকে তারা ৫০ হাজার টাকা সুদে নিয়েছিলেন। ওই টাকার অর্ধেকের বেশী পরিশোধ করা হয়েছে। কিন্তু আয়ের চেয়ে ব্যায়ের পরিমাণ বেড়ে যাওয়ায় সম্প্রতি কিস্তির টাকা পরিশোধ করতে পারিনি আমরা। এজন্য পারুল প্রায়ই তাদেরকে গালমন্দ করতো ও ভয়ভীতি দেখাতো।

মঙ্গলবার সকালে পারুল, ববিতা ও রুমা নামের তিনজন বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে শারমিন ঘরে যেয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। তার আগে তিনি আত্নহত্যার কারণ উল্লেখ করে চিঠি লিখে যান।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।