Print

Rupantor Protidin

হামাস কমান্ডারকে হত্যার দাবি

দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৩ , ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

গত রবিবার দক্ষিণ গাজার রাফাহ শহরের দুটি বাড়িতে রাতারাতি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। দক্ষিণ গাজার রাফাহ এবং ইয়াবনা শরণার্থী শিবিরে আবাসিক ভবনে হামলার ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

আইডিএফ এর আগে ঘোষণা দিয়েছিল, যে তারা দক্ষিণে স্থল অভিযান শুরু করছে। আকাশপথে হামলার পাশাপাশি তারা ট্যাংক নিয়েও অভিযান চালাচ্ছে। এর রেশ ধরে আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় দৃঢ়ভাবে লড়াইয়ে অংশ নিয়েছে।

এদিকে আইডিএফের প্রধান বলছেন, ইসরায়েলি সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। ওই ব্যক্তি ৭ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে হামাস যে আকস্মিক হামলা চালায় তার সঙ্গে জড়িত ছিল।

টানা ৪৭ দিনের সংঘাতের পর গাজায় গত ২৪ নভেম্বর কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতি দেওয়া হয়। এরপর যুদ্ধবিরতির মেয়াদ দুই দফা বাড়িয়ে সাতদিন করা হয়। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র শুক্রবার সকাল গাজায় থেকে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল।