Print

Rupantor Protidin

যশোরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার প্রার্থী কাজী নাবিল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২৩ , ৮:৫৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩০, ২০২৩, ১:৪১ পূর্বাহ্ণ

Sheikh Kiron

যশোরে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন, যশোর-৩ আসনে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বুধবার কাজী নাবিল আহমেদ যশোরে পৌছালে তাকে বিমানবন্দরে প্রথমে শুভেচ্ছা জানানো হয়। তারপর কাজী শাহেদ সেন্টারে শুভেচ্ছা বিনিময় পর্ব চলে।

বিমানবন্দরে শুভেচ্ছা জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, শহর আওয়ামী লীগ নেতা শাহজান কবির শিপলু প্রমুখ।

এরপর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কাজী শাহেদ সেন্টারে শুভেচ্ছা জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, কৃষি সম্পাদক আবু সেলিম রানা, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, উপদেষ্টা আবুল হোসেন খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও শুভেচ্ছা জানান, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, হল শাখার সাবেক সভাপতি বিপ্লব দে শান্ত প্রমুখ।