যশোর বোর্ডের এইচএসসি ফলাফলে
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭২টি কলেজের মধ্যে এবার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। এছাড়া ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারেনি।
বোর্ডের শতভাগ শূন্য পাশের এই শিক্ষাপ্রতিষ্ঠান ৬টি হলো- কুষ্টিয়ার মিরপুর পোড়াপাড়ার হাজী নুরুল ইসলাম কলেজ, ঝিনাইদহ শৈলকূপার রাহাতুনেচ্ছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যশোরের কেশবপুরে সাউটবেঙ্গল কলেজ, নড়াইলের গোবরা মহিলা কলেজ, মাগুরার শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ, একই জেলার রাওতারা এইচ এন সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ।
বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুণ্ডু। তিনি বলেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭২টি কলেজের মধ্যে এবার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে।
তিনি আরও বলেন, এ বোর্ডের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারেনি। শূন্য পাসের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ থেকে সর্বোচ্চ ৬ জন পর্যন্ত পরীক্ষার্থী অংশ নেয়। নন-এমপিও এই ৬টি প্রতিষ্ঠানগুলোর অবস্থা একেবারেই রুগ্ন। এসব প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হতে চায় না। তারপরও এসব প্রতিষ্ঠানের বিষয়ে সতর্ক ও শোকজ নোটিশ পাঠাব। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।