Print

Rupantor Protidin

কালিগঞ্জের বিষ্ণুপুরে শেখ রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ 

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ৯:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

কালিগঞ্জের বিষ্ণুপুর দাস পাড়া ও দক্ষিণ বন্ধকাটি জেলে পাড়ায় রাস মেলার উপলক্ষে প্রায়ত সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১ বিষ্ণুপুর দাস পাড়ায়  ও  বিকালে দক্ষিণ বন্ধকটি পানঘাট জেলে সম্প্রদায়ের মাঝে ১৬০ পিস বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বস্ত্র বিতরণ করেন শেখ নাছিমা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মুকুল রায়, শ্যামনগর আতরজান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নারায়ণ চক্রবর্তী রাজিব, সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ সরদার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ লস্কর, আলাউদ্দিন, উজ্জ্বল, মামুন আর রশিদ মিন্টু, বিষ্ণুপুর দাস পাড়া রাস মন্দির কমিটির সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক তাপস দাস,বাবু মনোরঞ্জন, কর্মকার, সুনিল মন্ডল, বাসুদেব মন্ডল, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।