প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৩ , ৬:৫৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ণ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের কাচিকাটা এলাকা থেকে একটি অর্ধগলিত মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। এ ঘটনায় গত শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছে কৈখালী স্টেশন কর্মকর্তা।
বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ জানান, সুন্দরবনের কাচিকাটা এলাকায় টহলকালে গত শুক্রবার (২৪ নভেম্বর) নদীতে মৃত বাঘ ভাসছে দেখে উদ্ধার করা হয়। বাঘটির বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাঘ মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরী করেছেন বন কর্মকর্তা সজল কুমার। ডায়েরীতে বাঘটির মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।