Print

Rupantor Protidin

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৫, ২০২৩ , ১০:৪০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে জয়তী সোসাইটির ৫৪টি সংগঠন নিজ নিজ এলাকায় পক্ষকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে। শনিবার বিকালে নাজির শংকরপুর চাতাল মোড়ে সারথী, নাজির শংকরপুর, শুভেচ্ছা, বনানী ও নতুনজীবন মহিলা উন্নয়ন সংগঠনের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, যশোর পৌরসভার কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল হোসেন, গোল্ডেন লাইফ প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জুলেখাা আক্তার পলি, সিডিসি কমিটির সদস্য হাছান মোল্লা।

আরো উপস্থিত ছিলেন, জয়তী সোসাইটির এমআইএস কর্মকর্তা উদয় শংকর দত্ত, ইউনিট ম্যনেজার সিরিয়া সুলতানা সহ উপরোক্ত সংগঠনসমূহের নারী সদস্য, নেতা ও কর্মী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারথী মহিলা উন্নয়ন সংগঠনের সম্পাদক রিনা খাতুন।

অপর মানববন্ধনটি আনন্দ, উদয়, সুখি, অধিকার, আমানত, শুভ, জ্যোতি, প্রত্যাশা, মোহনা, সৌরভ, কাজীপাড়া, চেতনা, প্রত্যাশা, বাঁধন ও উজ্জ্বল মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে ঢাকা রোড, বাবলাতলা মাইক্রোস্টান্ড সংলগ্ন মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু,বিশেষ অতিথি ছিলেন মহিলালীগো যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুন নাহার, শহর যুব মহিলা লীগের সভাপতি মাজেদা খাতুন, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, রানা হামিদ ও খন্দকার শাহিনুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, বর্ণালী সরকার সহ উপরোক্ত সংগঠন সমূহের নেতা কর্মী ওকর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুখি মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী ফাতেমা খাতুন। অপর মানববন্ধনটি স্নেহময়ী, সুগন্ধা ও জাগ্রত মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে বারান্দিপাড়া সরদার পাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল, খোকন, জাকির হোসেন টুটুল, মীনা আক্তার ও নাজ আক্তার।

আরো উপস্থিত ছিলেন, জয়তী সোসাইটির সহকারী প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম লাল্টু, ইউনিট ম্যানেজার নূরজাহান আক্তার ও শাহানাজ আক্তার রুপাসহ উপরোক্ত সংগঠন সমূহের নারী সদস্য, নেতা কর্মী ও কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্নেহময়ী মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী হোসনে আরা বেগম।