Print

Rupantor Protidin

জাবির রসায়ন বিভাগের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ২:২৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ২:২৬ অপরাহ্ণ

রুপান্তর প্রতিদিন ডেস্ক

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, ওই বিভাগের সিনিয়র সর্টার (গ্রেড-৩) শহিদুল ইসলাম ও সিনিয়র সর্টার (গ্রেড-১) মোহাম্মদ আলী আশ্রাফ। বিভাগের ৪৭তম ব্যাচের সম্মান চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ৪৩৩ নম্বর কোর্সের পরীক্ষা ছিল ১১ জুন। ওই পরীক্ষায় আগে থেকে উত্তরপত্রে লিখে রাখা খাতা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন জাহিদ মোস্তফা নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় তার খাতা বাতিল করা হয়। পরে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন এবং পরীক্ষাটি স্থগিত করা হয়।