Print

Rupantor Protidin

বেনাপোলে এসএ পরিবহনে র‌্যাবের অভিযান, অবৈধ আমদানি ভারতীয় পণ্য উদ্ধার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০২৩ , ১১:০২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৪, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

ভারত থেকে আসা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা। জব্দকৃত পণ্যগুলো বেনাপোলে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বৃহস্পতিবার রাতে জব্দ করা হয়।

যশোর র‌্যাব -৬ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রতিদিন শতাধিক পাসপোর্টধারী যাত্রী বিভিন্ন প্রকারের ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। তারা বেনাপোল এসে তাদের সাথে থাকা পণ্যগুলো এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পাঠিয়ে থাকে। তবে এসব পণ্য পাঠানোর জন্য এসএ পরিবহনকে মোটা অংকের টাকা গুণতে হয়। এ ধরনের সংবাদে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বেনাপোল এসএ পরিবহন অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএ পরিবহনের অফিস তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য কয়েক লাখ টাকা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, এ সংক্রান্ত বিষয় নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসএ পরিবহন পার্সেল এন্ড সার্ভিস ব্যবসার আড়ালে ভারত থেকে আসা পণ্য পাচার করে থাকে। মোটা অংকের টাকার বিনিময়ে তারা এ ব্যবসা করে আসছেন।