Print

Rupantor Protidin

পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৩ , ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশেষ চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন, আর আর এফ এর চুকনগর জোনের আঞ্চলিক পরিচালক মাহফুজুর রহমান। খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের দুজন বিশেষজ্ঞ ডাক্তার ৪৫০ জনকে চিকিৎসা সেবা দেন। এর মধ্যে ৭০ জনকে রোগীকে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়ে যাওয়া হয়।

সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু, শেখ আরিফুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, প্রিতম সাহা ও তারক মজুমদার।