Print

Rupantor Protidin

সভারের আশুলিয়ায় বাসে আগুন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৩ , ১:১৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৩, ১:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

গত মঙ্গলবার (২১ নভেম্বর) গভীর রাতে আশুলিয়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের-বাড়ইপাড়া এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশ্যে ফিরছিল সাভার পরিবহনের একটি বাস। বাসটি বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে পেছনের অংশে আগুন দেখতে পান চালক। তখনই বাসটিতে থাকা সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি।