Print

Rupantor Protidin

নড়াইল ১ আসনের সংসদ সদস্য পদে আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন শ্যামল দাশ টিটু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২৩ , ৯:২০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ৯:৩২ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

জাতীয় সংসদের ৯৩, নড়াইল -১ আসনের জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শ্যামল দাশ টিটু।

তিনি অসুস্থ থাকায় ২১ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামীলীগ পার্টি অফিসে তার প্রতিনিধি হিসাবে নড়াগাতি থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হাসনাত এ চৌধুরী ফরমটি জমা দেন।

নড়াইল-১ আসনের সকলের সমর্থন, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন শ্যামল দাশ টিটু।

উল্লেখ্য, নড়াইল-১ আসনটি নড়াইল জেলার কালিয়া উপজেলা, কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন নিয়ে গঠিত।