Print

Rupantor Protidin

বেনাপোল সীমান্ত থেকে ১৮ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২৩ , ৮:৪২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী ক্যাম্পের সদস্যরা ১৮টি স্বর্ণের বার সহ আক্তারুল (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ।মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সীমান্তের পুটখালী মসজিদ বাড়ি পোস্ট নামক স্থান থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয় তাকে। আটক আক্তারুল বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্কারের ছেলে।

বিজিবি জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেকপোষ্ট পাকা  রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার (ওজন ২.০৮০ কেজি) সহ তাকে আটক করা হয়।

উক্ত স্বর্ণের সিজার মূল্য ১,৮৮,৩৪,৬৮৬/-(এক কোটি অষ্টআশি লক্ষ চত্রিশ হাজার ছয়শত ছিয়াশি) টাকা।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।